মেহেরপুরে ‘জাতিসংঘে বাংলা চাই’ উদ্বোধন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ০৬:৫৯ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৮

বাংলা ভাষাকে জাতিসংঘের ৭ম দাপ্তরিক ভাষার দাবিতে ‘জাতিসংঘে বাংলা চাই’ স্লোগানে মেহেরপুরে আলোচনা সভা, শোভাযাত্রা ও অনলাইন ভোটিংয়ের উদ্বোধন করা হয়েছে।

দেশের শীর্ষস্থানীয় বহুজাতিক শিল্পপ্রতিষ্ঠান প্রাণ গ্রুপের সহযোগিতায় ও অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কম-এর আয়োজনে দেশব্যাপী চলছে ‘জাতিসংঘে বাংলা চাই’ অনলাইন ভোটিং কার্যক্রম।

মঙ্গলবার বেলা ১১টায় শহরের সরকারি মহিলা কলেজে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) শেখ ফরিদ আহম্মেদ।

বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি আলামিন হোসেন ও সাধারণ সম্পাদক রফিকুল আলম, অর্থনীতি বিভাগের প্রভাষক ড. আতিউর রহমান। সভাপতিত্ব করেন জাগোনিউজ ২৪.কম'র জেলা প্রতিনিধি আসিফ ইকবাল।

media

বিশেষ অতিথি মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল আলম বলেন, পৃথিবীতে একমাত্র বাঙালি জাতিই ভাষার জন্য রক্ত দিয়েছে। যা পৃথিবীর ইতিহাসে আর কোনো দেশ এমন ত্যাগ স্বীকার করেনি। তাই বাংলা ভাষাকে জাতিসংঘের ৭ম দাপ্তরিক ভাষা হিসেবে মর্যাদার দাবি জানাই।

মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি আলামিন হোসেন বলেন, জাগোনিউজ২৪.কম'র এ আয়োজন অবশ্যই প্রশংসার দাবিদার। মাতৃভাষার জন্য প্রাণদান, আন্দোলন এমন গর্বিত ইতিহাস শুধু বাঙালিরই। ভাষা আন্দোলনের সফলতার পথ ধরেই অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন, জাতিসংঘের ৭ম দাপ্তরিক ভাষা হোক বাংলা এ দাবিতে সমর্থন জানাতে বাঙালি জাতির পক্ষ থেকে এটা আমাদের যৌক্তিক দাবি। আমাদের দাবি বাংলা ভাষাকে জাতিসংঘের সপ্তম ভাষার স্বীকৃতি দেয়া হোক।

media

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) শেখ ফরিদ আহম্মেদ বলেন, এটা একটা ভালো উদ্যোগ। কারণ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলায় ভাষণ দিয়েছিলেন। সেই কারণে আমরা এ দাবি তুলতেই পারি যে, জাতিসংঘে অন্যান্য ছয়টি ভাষার সঙ্গে বাংলা ভাষাকে অফিসিয়াল ভাষা হিসেবে স্বীকৃতি দেয়া হোক। পরে ইন্টারনেটের মাধ্যমে অতিথিসহ শত শত ছাত্রছাত্রী অনলাইনে ভোট প্রদান করেন।

এসময় মেহেরপুর প্রেসক্লাবের উপদেষ্টা ও দৈনিক জনতার প্রতিনিধি কামরুজ্জামান খান, আর টিভির জেলা প্রতিনিধি মাজেদুল হক মানিক, এসএটিভির প্রতিনিধ ফজলুল হক মন্টু, একুশে টিভির ও সমকালের প্রতিনিধি ফারুক হোসেন, সময় টিভির প্রতিনিধি মীর সউদ আলী চন্দন, ইনকিলাবের প্রতিনিধি ফারুক মল্লিক, দৈনিক খবরের প্রতিনিধি মেহের আমজাদ, চ্যানেল ২৪ এর প্রতিনিধি রাশেদুজ্জামান, এনটিভির প্রতিনিধি রেজ আন উল বাশার তাপস, আকাশ খবরের জিএফ মামুন লাকি, ডিবিসি চ্যানেলের প্রতিনিধি আবু আক্তার করন, যমুনা টিভির প্রতিনিধি রামিজ আহসান, মাছরাঙা টিভির প্রতিনিধি বেন ইয়ামিন মুক্ত, প্রথম আলোর প্রতিনিধি আবু সাঈদ, এশিয়ান টিভির প্রতিনিধি জাহিদুর রহমান, বৈশাখী টিভির প্রতিনিধি হামিদুর রহমান কাজল, বনিক বার্তার প্রতিনিধি মাহাবুব আলম, এটিএন নিউজ ও বাংলার প্রতিনিধি উম্মে রোজিনা, দৈনিক সংগ্রামের আখতারুজ্জামান, বাংলাদেশের খবরের মনিরুল ইসলাম মনির, সময়ের সমীকরনের মাসুদ রানা, আমাদের অর্থনীতির জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

আসিফ ইকবাল/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।