নিজ ঘরে নারী পোশাক শ্রমিকের গলাকাটা মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৮:২৪ পিএম, ০১ মার্চ ২০১৮
ছবি-ফাইল

গাজীপুরে করুণা বর্মণ (৩৫) নামে এক নারী পোশাক শ্রমিকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের মোগরখাল এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত করুণা বর্মণের স্বামীর বাড়ি সুনামগঞ্জের তাহেরপুর গ্রামে।

জয়দেবপুর থানার ভোগড়া পুলিশ ফাঁড়ির এসআই সোহেল জানান, করুণা বর্মণ ও তার বোন মোগরখাল এলাকার ডাক্তারবাড়িতে ভাড়া থেকে স্থানীয় কলম্বিয়া পোশাক করখানায় চাকরি করেন। করুণার স্বামী থাকেন গ্রামের বাড়িতে। বৃহস্পতিবার দুপুরে (লাঞ্চের ছুটিতে) করুণা ভাড়া বাড়িতে ফেরেন। এর কিছুক্ষণ পর তার ছোট বোন ওই বাড়িতে ফিরে দরজা বন্ধ পান। অনেক ডাকাডাকি করেও সাড়া শব্দ না পেয়ে জানালা দিয়ে দিয়ে করুণার রক্তাক্ত মরদেহ দেখত পান তার। এ সময় তিনি বিষয়টি স্থানীয়দের জানান এবং পুলিশে খবর দেন।

এসআই সোহেল বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। করুণা বর্মণ বটি দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

আমিনুল ইসলাম/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।