টঙ্গীতে হকার-চাঁদাবাজ সংঘর্ষে নিহত ১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৯:৩৯ পিএম, ০১ মার্চ ২০১৮

গাজীপুর মহানগরীর টঙ্গীর কলেজ গেট এলাকায় হকার ও চাঁদাবাজদের মধ্যে সংঘর্ষে ওমর ফারুক (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ফারুক টঙ্গী আউচপাড়া সুরতরঙ্গ রোড এলাকায় ভাড়া থাকেন। তার বাবার নাম আব্দুল হাই।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে ওমর ফারুক কলেজ গেট এলাকায় ফুটপাতের বিভিন্ন দোকান থেকে জোরপূর্বক চাঁদা তুলছিলেন। এ সময় হকারদের সঙ্গে চাঁদাবাজদের কথা কাটাকাটি ও পরে সংঘর্ষে বাধে। সংঘর্ষের এক পর্যায়ে হকাদের হামলায় ওমর ফারুক গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের টঙ্গী সরকারি হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

টঙ্গী থানার ওসি কামাল হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

আমিনুল ইসলাম/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।