সাবেক মন্ত্রীর ছেলের জমিতে গলিত মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০২:৫৯ পিএম, ০৩ মার্চ ২০১৮
ছবি-ফাইল

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানা সংলগ্ন ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতী উপজেলার জোকার চর এলাকায় বালুর স্তূপ থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে বঙ্গবন্ধু সেতুপূর্ব থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।

পুলিশের ধারণা সপ্তাহখানেক আগে অজ্ঞাত ওই ব্যক্তিকে হত্যা করে মরদেহ গুমের উদ্দেশ্যে বালুচাপা দিয়েছিল দুষ্কৃতকারী।

এ প্রসঙ্গে বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাবুর রহমান জানান, ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের কালিহাতী উপজেলার জোকার চর এলাকায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর ছেলে অনিক সিদ্দিকীর মালিকানাধীন ম্যাজোসটিকা হোল্ডিংস লিমিটেড এরিয়ার বালুর স্তূপ থেকে অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহে বিভিন্ন ধরনের আলামত রয়েছে। মরদেহটি পচে দুর্গন্ধ ছড়িয়েছে।

আরিফ উর রহমান টগর/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।