আইন-শৃঙ্খলা সভায় চেয়ারম্যানের মোটরসাইকেল চুরি

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মির্জাপুর (টাঙ্গাইল)
প্রকাশিত: ০৯:৩৮ পিএম, ১৩ মার্চ ২০১৮

টাঙ্গাইলের মির্জাপুরে আইন-শৃঙ্খলা সভা চলাকালীন সময়ে এক ইউপি চেয়ারম্যানের মোটরসাইকেল চুরি হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের সামনে থেকে মহেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাদশা মিয়ার পালসার মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়।

জানা গেছে, মঙ্গলবার সকাল দশটায় উপজেলা পরিষদের উদ্যোগে পরিষদ মিলনায়তনে মাসিক আইন-শৃঙ্খলা সভার আয়োজন করা হয়। সভায় উপজেলার একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, পুলিশ ও সাংবাদিক উপস্থিত হন। সকাল সাড়ে দশটায় উপজেলার মহেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাদশা মিয়া তার পালসার (টাঙ্গাইল-ল ১১-৪৩০৫) মোটরসাইকেলটি পরিষদের সামনে রেখে সভায় অংশ নেন। সভা শেষে বাইরে এসে দেখেন তার মোটরসাইকেলটি চুরি হয়ে গেছে। পরে তিনি পরিষদের আইটি সেন্টারে গিয়ে ক্লোজ সার্কিট ক্যামেরায় ধারণকৃত ভিডিও দেখতে যান। কিন্তু সেখানে গিয়ে তিনি জানতে পারেন উপজেলা পরিষদের সব ক্যামেরা বিকল হয়ে রয়েছে।

এ ঘটনায় চেয়ারম্যান বাদশা মিয়া সন্ধ্যায় মির্জাপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন বলে জানা গেছে। এর আগেও উপজেলা পরিষদ চত্বর থেকে কয়েকটি মোটরসাইকেল চুরি হওয়ার ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা অভিযোগ করেন।

মহেড়া ইউপি চেয়ারম্যান মো. বাদশা মিয়া সন্ধ্যায় সাংবাদিকদের বলেন, আইন-শৃঙ্খলা সভা চলাকালীন সময়ে তার মোটরসাইকেলটি চুরি হয়ে গেছে। উপজেলা পরিষদ চত্বরের সব ক্লোজ সার্কিট ক্যামেরা বিকল থাকায় তিনি ক্ষোভ প্রকাশ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমীন চেয়ারম্যানের মোটরসাইকেল চুরি যাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও থানা পুলিশের সঙ্গে কথা বলে পদক্ষেপ নেয়া হবে। ক্লোজ সার্কিট বিকল বিষয়ে জানতে চাইলে বলেন, দ্রুত সচল করা হবে।

শরিফুল ইসলাম/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।