ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৫:৫১ পিএম, ১৫ মার্চ ২০১৮
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল চারটার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের কাছে পুনিয়াউট রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির বয়স আনুমানিক ২৮ থেকে ৩০ এর মধ্যে বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপ-পরিদর্শক (এসআই) সানাউল ইসলাম।

তিনি জাগো নিউজকে জানান, বিকেলে ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি স্টেশন থেকে ছেড়ে যাওয়ার পর পুনিয়াউট রেলক্রসিংয়ে অজ্ঞাত ওই যুবক ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, নিহত যুবক রেলক্রসিং পারাপারের সময় ট্রেনের নিচে কাটা পড়েন বলে ধারণা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত তার পরিচয় জানা যায়নি।

আজিজুল সঞ্চয়/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।