চাচাকে কুপিয়ে হত্যা, বাধা দেয়ায় চাচি ও ভাইকে জখম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৪:২৬ পিএম, ১৬ মার্চ ২০১৮

ফরিদপুরের মধুখালি উপজেলার রায়পুর ইউনিয়নের গদারধর গ্রামে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার ছুরিকাঘাতে চাচা আব্দুল ফকিরের (৫৫) মৃত্যু হয়েছে।

এসময় নিহতের স্ত্রী ও ছেলে অহত হয়েছে। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।

মধুখালী থানা পুলিশের ওসি মিজানুর রহমান মৃত্যুর সংবাদ নিশ্চিত করে জানান, বেশ কয়েক দিন অাগে থেকে জমিজমা নিয়ে পারিবারিক বিরোধ চলছিল।

শুক্রবার সকালে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে রায়পুর ইউনিয়নের গদারধর গ্রামে ভাতিজা হাফিজ ফকির ও মফিজ ফকিরের সঙ্গে কথা-কাটাকাটি হয় চাচা আব্দুল ফকিরের (৫৫)। এক পর্যায়ে ভাতিজা চাচাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। এসময় তার ছেলে আক্কাস ফকির ও স্ত্রী খাদেজা বাধা দিতে এলে তাদেরও কুপিয়ে জখম করা হয়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে আব্দুল ফকিরকে মৃত্যু ঘোষণা করেন চিকিৎসকরা। এ ঘটনায় অভিযুক্তদের অাটক করার চেষ্টা চলছে।

এসএমতরুন/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।