দেশে কোনো অর্থনৈতিক সঙ্কট নেই : অর্থমন্ত্রী

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মির্জাপুর (টাঙ্গাইল)
প্রকাশিত: ০৬:৩০ পিএম, ১৭ মার্চ ২০১৮

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, দেশে কোনো অর্থনৈতিক সঙ্কট নেই। আগামী বাজেটের আকার হবে ৪ লাখ ৬০ হাজার কোটি থেকে সর্বোচ্চ ৪ লাখ ৭৫ হাজার কোটি টাকা। সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে প্রতি বছরের ন্যায় বাজেটের পরিধি এবং পরিমাণ বৃদ্ধি পাবে।

শনিবার দুপুরে ভারতেশ্বরী হোমস আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস এবং ভারতেশ্বরী হোমসের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে অর্থমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, শিশুরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রিয় পাত্র ছিল। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন পৃথিবীর বিশ্ব নন্দিত ও শ্রেষ্ঠ মানুষের মধ্যে একজন। তিনি মানুষের নাড়িনক্ষত্র বুঝতেন। তিনি কখনও মাথা নত করেননি। তিনি ছিলেন একজন অসম সাহসের শুদ্ধ মানুষ।

ছাত্রীদের উদ্দেশে আবুল আল আবদুল মুহিত বলেন, শিশুদের জ্ঞান অর্জন অতি প্রয়োজন। তোমাদের সুন্দর, সত্য ও ন্যায়ের মধ্যে থাকতে হবে। তোমরা কখনও মাথা নতো করবে না। আজকের শিশুরাই ভারতেশ্বরী হোমস থেকে জীবনের সেই শিক্ষা নিচ্ছে।

mirzapur

অর্থমন্ত্রী বলেন, ১৫ মার্চ জাতিসংঘের সেক্রেটারি জেনারেল মধ্য আয়ের উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশকে ঘোষণা দিয়েছেন। যা আগামী ২০২৪ সালে স্বীকৃতি পাবে। এ বিষয়ে ঢাকায় উৎসব করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দেয়া হবে। এ অনুষ্ঠানে জাতিসংঘের প্রতিনিধি উপস্থিত থাকবেন।

আগামী জাতীয় নির্বাচন সম্পর্কে মুহিত বলেন, আগামী নির্বাচনের তিন মাস আগে নির্বাচনকালীন সরকার গঠন করা হবে। সেই নির্বাচনকালীন সরকারে বিএনপির কোনো প্রতিনিধি থাকবে না। কারন তারা সংসদে নির্বাচিত পার্টি না। এ কারণে তাদের প্রতিনিধিত্ব থাকবে না। এটি খালেদা জিয়ার নির্বুদ্ধিতার কারণেই হয়েছে।

এর আগে মন্ত্রী সেনাবাহিনীর একটি হেলিকপ্টারযোগে সকাল ১০টা ২০ মিনিটে কুমুদিনী হাসপাতাল মাঠে নামেন। সেখান থেকে গাড়িতে কুমুদিনী কমপ্লেক্সের লাইব্রেরিতে পৌঁছালে সেখানে কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা, পরিচালক প্রতিভা মুৎসুদ্দি, পরিচালক রণদা প্রসাদ সাহার পুত্রবধু শ্রীমতি সাহা ও কুমুদিনী হাসপাতালের ডাক্তার ও নার্সরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। এ সময় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. একাব্বর হোসেন এমপি, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমীন, সহকারী পুলিশ সুপার আফসার উদ্দিন খান উপস্থিত ছিলেন।

কুমুদিনী লাইব্রেরীতে চা চক্র শেষে ভারতেশ্বরী হোমসের প্রতিভা মুৎসুদ্দি হলে আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস এবং ভারতেশ্বরী হোমসের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগদান করেন অর্থমন্ত্রী। সেখানে শ্রীমতি সাহার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা, পরিচালক প্রতিভা মুৎসুদ্দি, ধাত্রী বিদ্যা বিশেষজ্ঞ জাতীয় অধ্যাপক শাহেলা খাতুন, ভারতেশ্বরী হোমসের শিক্ষক হেনা সুলাতানা, অষ্টম শ্রেণির ছাত্রী চিন্ময়ী চন্দ। পরে মন্ত্রী ভারতেশ্বরী হোমসের ছাত্রীদের মধ্যে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

এস এম এরশাদ/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।