শুদ্ধ বাংলা চর্চায় লক্ষ্মীপুরে ব্যতিক্রমী প্রতিযোগিতা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৬:৫৬ পিএম, ১৯ মার্চ ২০১৮

শুদ্ধ বাংলা ভাষা চর্চায় লক্ষ্মীপুরে ‘মায়ের ভাষায় মাকে লিখি’ চিঠি লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন ভাষার প্রদীপের উদ্যোগে সোমবার দুপুরে লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ আয়োজন করা হয়। এতে শতাধিক ছাত্রী অংশ নেয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলরাম চন্দ্র দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নুরুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি কামাল উদ্দিন হাওলাদার, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন লিকা প্রমুখ।

jagonews24

ভাষার প্রদীপের সমন্বয়ক ফাহাদ বিন বেলায়েত জানান, শুদ্ধ বাংলা ভাষা চর্চা প্রসারের জন্য ‘মায়ের ভাষায় মাকে লিখি’ চিঠি লেখা প্রতিযোগিতার উদ্যোগ নেয়া হয়েছে। গত তিন বছর ধরে বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে এটি করা হচ্ছে। এ বছর ২১টিতে এ কর্মসূচির আয়োজন করা হবে। ইতোমধ্যে ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিযোগিতা শেষ হয়েছে।

কাজল কায়েস/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।