গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ১০:২৪ এএম, ২২ মার্চ ২০১৮
ছবি-প্রতীকী

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে গাজীপুর সিটি করপোরেশনের পোড়াবাড়ি ও শ্রীপুরের উপজেলার রঙ্গিলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ময়মনসিংহের নান্দাইল থানার চরলক্ষীদিয়া বালুরচর এলাকার আব্দুর রশিদের ছেলে ব্যবসায়ী হামিদ মিয়া (৩০) ও একই জেলার হালুয়াঘাট থানার গবরাকুড়া এলাকার সুরজত আলীর ছেলে নবী হোসেন (৬০)।

নাওজোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি আব্দুল হাই জানান, তরমুজ ব্যবসায়ী হামিদ মিয়া পিকআপে করে তরমুজ নিয়ে ময়মনসিংহের দিকে যাচ্ছিলেন। সকাল সাড়ে ৬টার দিকে পোড়াবাড়ি এলাকায় পৌঁছলে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনের একটি কাভার্ডভ্যানে পেছন থেকে ধাক্কা দেয়। এতে পিকআপের বামপাশ দুমড়ে-মুচড়ে ওই ব্যবসায়ী মৃত্যু হয়।

এদিকে মাওনা হাইওয়ে থানার এসআই রফিক জানান, সকাল ৭টার দিকে রঙ্গিলাবাজার এলাকায় মহাসড়ক পারাপারের সময় অজ্ঞাত গাড়ির চাপায় নবী হোসেন মারা যান।

আমিনুল ইসলাম/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।