চাঁদা দাবি, গ্রেফতার সেনা সদস্যকে ক্যাম্পে ফেরত
ঝালকাঠির রাজাপুরে চাঁদা দাবির অভিযোগে মো. মনির সিকদার (৩৬) নামে এক সেনা সদস্যকে আটক করে রাঙ্গামাটির কাপ্তাই সেনানিবাসে ফেরত পাঠিয়েছে পুলিশ। রোববার বিকেল ৩ টার দিকে সেনাবাহিনীর একটি দল মনিরকে সেনানিবাসে নিয়ে যান। এর আগে শনিবার রাতে রাজাপুর সদরের দক্ষিণ বাজার এলাকার নিজবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে পিস্তলের কভার, খেলনা পিস্তল জব্দ করে পুলিশ।
গ্রেফতার মনির উপজেলার ছোট কৈবর্তখালী গ্রামের মৃত আব্দুল হক সিকদারের ছেলে। বর্তমানে তিনি রাঙ্গামাটির কাপ্তাই সেনানিবাসে কর্মরত রয়েছে।
পুলিশ জানায়, উপজেলার বড় কৈবর্তখালী গ্রামের কৃষক মো.মোতালেব সিকদারের একটি লিখিত অভিযোগের ভিত্তিতে সেনা সদস্য মনিরকে গ্রেফতার করা হয়েছে।
ওই অভিযোগে উল্লেখ করা হয়, গত ২২ মার্চ থেকে ২৪ মার্চের মধ্যে একাধিকবার মোবাইল ফোনে কৃষক মোতালেবকে ফোন করেন সেনা সদস্য মনির। এসময় মোতালেবকে বলা হয়, তোমার বিরুদ্ধে বরিশাল র্যাব-৮ এর কাছে মাদক ব্যবসা, অস্ত্র ব্যবসা ও জঙ্গিবাদে জড়িত থাকার অভিযোগ রয়েছে। ১ লাখ টাকা দিলে অভিযোগটি ছিড়ে ফেলা হবে।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মবকর্তা (ওসি) মো. শামসুল আরেফিন বলেন, সেনা সদস্য মনিরের বিরুদ্ধে এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং সেনা আইনানুযায়ী রোববার বিকেলে সেনাবাহিনীর একটি দল মনিরকে রাঙ্গামাটির কাপ্তাই সেনানিবাসে নিয়ে গেছেন। সেনা তত্ত্বাবধানে তার বিচার হবে।
মো. আতিকুর রহমান/আরএ/জেআইএম