গণহিস্টোরিয়ায় অসুস্থ হয়ে ৩৫ ছাত্রী হাসপাতালে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ০৪:০৭ পিএম, ২৭ মার্চ ২০১৮

মেহেরপুর সদর উপজেলার হাতিভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের ৩৫ জন ছাত্রী গণহিস্টোরিয়া রোগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যালয়ের অ্যাসেম্বলি চলাকালে সাদিয়া নাজনিন নামে অষ্টম শ্রেণির এক ছাত্রী আকস্মিক অসুস্থ হয়ে পড়ে। পরে আরও ৩৪ জন ছাত্রীর একই অবস্থা হলে শিক্ষকরা দ্রুত তাদের মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

হাতিভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বলেন, বিদ্যালয়ের অ্যাসেম্বলি চলাকালে অষ্টম শ্রেণির ছাত্রী সানজিদা খাতুন হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। প্রাথমিক চিকিৎসার জন্য তাকে চিকিৎসকের কাছে পাঠানোর প্রস্তুতির সময় সে অজ্ঞান হয়। তার দেখাদেখি বিভিন্ন শ্রেণির ৩৪ জন ছাত্রীও অজ্ঞান হয়ে পড়ে। দ্রুত তাদের মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়।

সপ্তম শ্রেণির ছাত্রী নাহিদা আক্তার জাগো নিউজকে বলেন, হঠাৎ তার মাথা ঘুরে ওঠে। শরীর নিস্তেজ হয়ে পড়লে শিক্ষকরা তাকেসহ সকলকে হাসপাতালে নিয়ে আসে।

মেহেরপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) এহসানুল কবির বলেন, গণহিস্টোরিয়া রোগে আক্রান্ত হয়ে ছাত্রীরা অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ একজনের দেখাদেখি তার সঙ্গীরা অসুস্থ হয়ে পড়ে। তবে এতে দুঃশ্চিন্তার কিছু নাই।

আসিফ ইকবাল/ আরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।