মুক্তিযুদ্ধবিরোধীদের কোথাও স্থান নেই : সংস্কৃতিমন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৭:৩৪ পিএম, ০৩ এপ্রিল ২০১৮

সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে আজও বাংলাদেশ স্বাধীন হতো না। বাঙালির দীর্ঘ মুক্তি সংগ্রামের ফসল বাংলাদেশ। বঙ্গবন্ধু হলেন ওই মুক্তি সংগ্রামের মহানায়ক। বাংলাদেশ সরকারও মুক্তিযুদ্ধের পক্ষের। মুক্তিযুদ্ধবিরোধীদের কোথাও স্থান নেই।

মঙ্গলবার সকালে গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ‘আমাদের মুক্তি সংগ্রাম, বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের সিনেট কক্ষে উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদের সভাপতিত্বে ও রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় মূলবক্তা ছিলেন- বিশিষ্ট ইতিহাসবিদ অধ্যাপক ড. মুনতাসীর মামুন, আলোচক ছিলেন অধ্যাপক ড. খন্দকার বজলুল হক ও রামেন্দু মজুমদার। স্বাগত বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য প্রফেসর ড. মশিউর রহমান।

আলোচনা সভায় মূলবক্তা অধ্যাপক ড. মুনতাসীর মামুন বলেন, বাঙালির মুক্তি সংগ্রামে সফল নেতৃত্ব দিয়ে বঙ্গবন্ধু বিশ্ববাসীর কাছে দৃষ্টান্ত স্থাপন করেন। যা জাতীয় মুক্তি সংগ্রামীদের ক্ষেত্রে সর্বত্র অনুকরণীয়।

সভাপতির বক্তব্যে প্রফেসর ড. হারুন-অর-রশিদ বলেন, বাঙালির হাজার বছরের জাতীয় মুক্তির আশা-আকাঙ্ক্ষা, স্বপ্ন ও সংগ্রাম যার নেতৃত্বে ১৯৭১ সালে সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে সফল পরিণতি লাভ করে, তিনিই হলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য, কোষাধ্যক্ষ, ডিন, শিক্ষক, অফিস প্রধানসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মো. আমিনুল ইসলাম/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।