গাজীপুর সিটি নির্বাচন : মনোনয়ন তুললেন ১৭৫ জন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৮:২৪ পিএম, ০৪ এপ্রিল ২০১৮

আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে বুধবার বিকেল পর্যন্ত মেয়র পদে তিনজনসহ ১৭৫ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন।

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মন্ডল জানান, বুধবার বিকেল পর্যন্ত মেয়র পদে তিনজন, সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর পদে ৩৬ জন এবং সাধারণ আসনের কাউন্সিলর পদে ১৩৬ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন।

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে বুধবার বিকেল পর্যন্ত যারা মনোনয়নপত্র উত্তোলন করেছেন তারা হলেন- স্বতন্ত্র প্রার্থী হিসেবে গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ মো. সানাউল্যাহ, বিএনপির সাবেক কাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জেলা বিএনপি নেতা শওকত হোসেন সরকার এবং ইসলামি ঐক্যজোটের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মো. ফজলুর রহমান।

উল্লেখ, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে গত ৩১ মার্চ। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১২ এপ্রিল, মনোনয়নপত্র বাছাই হবে ১৫-১৬ এপ্রিল, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৩ এপ্রিল এবং ১৫ মে অনুষ্ঠিত হবে ভোট।

আমিনুল ইসলাম/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।