অাশুলিয়ায় অাবাসিক ভবনে বিস্ফোরণ, অাহত ৭

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সাভার (ঢাকা)
প্রকাশিত: ১২:২৯ পিএম, ০৮ এপ্রিল ২০১৮

অাশুলিয়া শিল্পাঞ্চলে একটি অাবাসিক ভবনে বিস্ফোরণে অাহত হয়েছেন ওই ভবনের সাত বাসিন্দা। রোববার সকাল ৬টার দিকে শিল্পাঞ্চলের ভাদাইল এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

অাহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছ। এদের মধ্যে একই পরিবারের তিন সদস্যকে ভর্তি করা হয়েছে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে।

বিস্ফোরণের ফলে দুইতলা বিশিষ্ট ওই ভবনটির একটি দেয়ালও ধসে পড়েছে। তবে কিভাবে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেটি এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ ও ফায়ার সার্ভিস।

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এ ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়রা অনুমান করলেও ঘটনাস্থলে একটি গ্যাসের সিলিন্ডার অক্ষত অবস্থায় পাওয়া গেছে। অাবার অাহতদের বরাত দিয়ে তাদের অনেক প্রতিবেশী বলেছেন, গ্যাস সিলিন্ডার নয়, তিতাস গ্যাসের সঞ্চালন লাইনের চুলার অাগুন থেকে বিস্ফোরণ হয়েছে। ওই বাড়িটিতে তিতাস গ্যাসের সংযোগও রয়েছে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার অাব্দুল হামিদ জানিয়েছেন, ঠিক কিভাবে এই বিস্ফোরণের ঘটনা তা তদন্ত ছাড়া বলা যাচ্ছে না। বিস্ফোরণের পর সেখানে অাগুন লেগে তিনজন দগ্ধসহ দেয়াল ধসে অারও চার জন অাহত হয়েছেন।

অাশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. জাহিদুল ইসলাম জানান, ঘটনাটি কোনো নাশকতা কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।

আল-মামুন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।