শ্বশুরবাড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ
ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নের কহরপাড়া এলাকা থেকে লিপা আখতার (২৭) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তার শ্বশুরবাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত লিপা আখতার নারগুন ইউনিয়নের কহরপাড়া এলাকার আরিফের স্ত্রী এবং সদর উপজেলার দেবিপুর ইউনিয়নের খলিলুর রহমানের মেয়ে।
খলিলুর রহমান জানান, দীর্ঘ ৭ বছর আগে নারগুন ইউনিয়নের ইউসুফ আলীর ছেলে আরিফের সঙ্গে মেয়ে লিপা আখতারের বিয়ে দেন। এরপর থেকে মেয়ের ওপর অত্যাচার শুরু হয়।
তিনি বলেন, আমার মেয়ে কোনো দিন আত্মহত্যা করতে পারে না। কারণ তার একটি ছোট বাচ্চা আছে। তাকে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে।
এ ব্যাপারে ঠাকুরগাঁও সদর থানার ওসি আব্দুল লতিফ মিঞা বলেন, খবর পেয়ে আমরা মরদেহটি উদ্ধার করেছি। তবে হত্যার কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
রবিউল এহ্সান রিপন/আরএআর/পিআর