যমুনায় গোসলে নেমে স্কুলছাত্রী নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫০ পিএম, ১২ এপ্রিল ২০১৮
প্রতীকী ছবি

বগুড়ার ধুনট উপজেলায় ভান্ডারবাড়ি ইউনিয়নে যমুনা নদীতে গোসল করতে নেমে সাথী খাতুন (১০) নামে এক স্কুলছাত্রী নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে যমুনা নদীর বরইতলী ঘাটে এ ঘটনা ঘটে।

সাথী খাতুন উপজেলার কৈয়াগাড়ি-বরইতলী গ্রামের শাহিনুর আলমের মেয়ে এবং ভান্ডারবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরের দিকে সাথী খাতুন তার সহপাঠীদের সঙ্গে যমুনা নদীর বরইতলী ঘাটে গোসল করতে নেমেছিল। নদীর ওই ঘাট এলাকায় গভীর পানি ও প্রবল স্রোত বইছে। গোসলের সময় অসাবধানবশত পানিতে ডুবে নিখোঁজ হয় সাথী। এ সময় একই সঙ্গে গোসলে নামা অন্যান্য সহপাঠীরা তাকে খুঁজে না পেয়ে তার স্বজনদের খবর দেয়। পরিবারের পক্ষ থেকে সংবাদ পেয়ে ধুনট ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ শিশু শিক্ষার্থীকে উদ্ধার করতে পারেনি।

ধুনট ফায়ার সার্ভিসের ইনচার্জ সিদ্দিকুর রহমান বলেন, মূলত ডুবুরি দল না থাকায় নিখোঁজ ছাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়নি। রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে ডুবুরি দল এনে উদ্ধার কাজ চালাতে হবে। এজন্য একটু সময় লাগবে।

ধুনট থানার ওসি খান মো. এরফান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।