নরসিংদীতে গণপিটুনিতে ডাকাত নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নরসিংদী
প্রকাশিত: ১০:৩৯ এএম, ১৩ এপ্রিল ২০১৮
প্রতীকী ছবি

নরসিংদীর মনোহরদীতে গণপিটুনিতে অজ্ঞাত পরিচয় এক ডাকাত নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেররার গোতাসিয়া ইউনিয়নের মান্দার টেক নামক স্থানে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রাত ২টার দিকে ১৫/১৬ জনের একটি ডাকাত দল গোতাসিয়া ইউনিয়নের মান্দার টেক গ্রামের ফাইজুদ্দিনের বাড়িতে হানা দেয়। ডাকাত দল ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করার চেষ্টা করে। এ সময় গৃহকর্তা ফাইজুদ্দিনের সঙ্গে ডাকাতদের ধস্তাধস্তি হয়। পরিবারের লোকজন ডাকাত ডাকাত বলে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা এগিয়ে আসে। এ সময় ডাকাতরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের ধাওয়া করে এক ডাকাতকে ধরে গণপিটুনি দেয় জনতা। এতে তার মৃত্যু হয়। তবে নিহত ডাকাতের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফখরুদ্দিন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। একই সঙ্গে পুলিশ বাদী হয়ে ৩-৪ জন গ্রামবাসীকে আসামি করে মামলার প্রস্তুতি নিচ্ছে।

সঞ্জিত সাহা/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।