গাছ কাটতে বাধা দেয়ায় চার পরিবেশ কর্মীকে মারপিট

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ১০:০০ পিএম, ১৩ এপ্রিল ২০১৮
প্রতীকী ছবি

বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিহার বন্দরে পাখির অভয়াশ্রমের শতবর্ষী একটি পাকুড় গাছের ডালপালা কাটতে বাধা দেয়ায়
পরিবেশ নিয়ে কাজ করা সংগঠন ‘তীর’র চার নেতাকে মারপিট করা হয়েছে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গিয়ে তাদের উদ্ধার করেন।

শুক্রবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার বিহার বন্দরে এ ঘটনা ঘটে। বিকেলে পুলিশ অভিযান চালিয়ে গাছ কাটার অভিযোগে স্বপন মিয়া নামে একজনকে গ্রেফতার করেছে।

মারপিটে আহতরা হলেন, পরিবেশবাদী সংগঠনের ‘টিম ফর এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্ট রিসার্স’ ‘তীর’ এর বগুড়া সরকারি আজিজুল হক কলেজ শাখার সাধারণ সম্পাদক আরাফাত রহমান, সহ-সভাপতি আল-আমিন রাহেদ, বিহার আঞ্চলিক কমিটির সভাপতি তৌফিক হাসান ও সাধারণ সম্পাদক মাসুদ রানা।

তীরের সাধারণ সম্পাদক আরাফাত রহমান জানান, ইউএনও সাহেব চলে যাবার পরপরই স্থানীয় ৮/১০ জন যুবক তাদের ওপর হামলা করে কিল ঘুষি মারতে শুরু করে। বেদম মারপিটে তারা আহত হয়। পরে বিষয়টি মুঠোফোনে জানতে পেরে ইউএনও আলমগীর কবীর ঘটনাস্থলে ফিরে গিয়ে পরিবেশ বাদী সংগঠনের চারজন উদ্ধার করে থানায় আনেন।

শিবগঞ্জ থানা পুলিশের ওসি শাহিদ মাহমুদ খান জানান, তীরের কর্মী বিষয়টি জানিয়েছেন। তারা তাদের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে অভিযোগ দেবেন বলে জানিয়েছেন।

লিমন বাসার/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।