মঙ্গল শোভাযাত্রায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, আহত ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০২:২২ পিএম, ১৪ এপ্রিল ২০১৮

ফরিদপুরে সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে বেলুন বিক্রেতার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনজন আহত হয়েছে। আহতের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- বেলুন বিক্রেতা আজিম তালুকদার (৬৭), তার নাতি হৃদয় সেক (১৬), ও সম্রাট(১০)। তারা তিনজনই বেলুন বিক্রেতা বলে জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সকালে বাংলা নববর্ষ উপলক্ষে রাজেন্দ্র কলেজ থেকে মঙ্গল শোভাযাত্রা বের হওয়ার প্রস্তুতি চলছিল। এ সময় সেখানে বেলুন বিক্রেতার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তিজন জন আহত হয়।

কলেজ অধ্যক্ষ প্রফেসর মোশার্রফ আলী ঘটনা নিশ্চিত করে জানান, আহতদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এস এম তরুন/আরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।