ভুট্টা চাষে তিনগুণ লাভ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শেরপুর
প্রকাশিত: ০৬:৪৮ পিএম, ২৫ এপ্রিল ২০১৮

ভুট্টা চাষে খরচ কম, পরিচার্চাও তেমন লাগে না, কিন্তু লাভ প্রায় তিনগুণ। এজন্য ভুট্টা চাষে কৃষকদের উৎসাহিত করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

শেরপুরে নকলা উপজেলার পাইশকা গ্রামের কৃষক আবুবকর ছিদ্দিক ৪ শতাংম জমিতে হাইব্রিড লং-১১১ জাতের ভুট্টা চাষ করে ৪ মণ ফলন পেয়েছেন।

এ ভুট্টা চাষে বীজ-সার, সেচ, মজুর খরচসহ সব মিলিয়ে তার খরচ হয়েছে ৭৮০ টাকা। তিনি উৎপাদিত ভুট্টা বিক্রি করে পেয়েছেন ২ হাজার ৪০০ টাকা।

বোরো মৌসুমে ধান আবাদে খরচ এবং ঝুঁকি বেশি থাকায় এবার তিনি ভুট্টা চাষ করে লাভবান হয়েছেন বলে জানান। তার দেখাদেখি অনেকেই এবার ওই এলাকায় ভুট্টা চাষ করেছেন।

বুধবার নকলার পাইশকা গ্রামে রাজস্ব বাজেটের আওতায় বাস্তবায়িত ভুট্টা প্রদর্শনীর এক মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এতে ওই এলাকার ৫ জন কৃষকের একত্রে একটি প্লটে আড়াই একর জমিতে ভুট্টার বেশ ভালো ফলন দেখা যায়।

ভুট্টা চাষি মহিউদ্দিন জুয়েল, আজিজুল হক ও আংগুর মিয়া জানান, কৃষি বিভাগ থেকে আমাদেরকে বীজ-সার সহায়তা দেয়া হয়েছে। আমাদের আড়াই একর জমিতে ভুট্টা আবাদে খরচ হয়েছে প্রায় ৩০ হাজার টাকা। কিন্তু ভুট্টার যে ফলন হয়েছে, তাতে বর্তমান বাজার দর ৬০০ টাকা মণ দরে ভুট্টা বিক্রি করলে প্রায় এক লাখ টাকা ওঠবে।

এছাড়া তারা জানান, বোরো ধান আবাদে অনেক খরচ, অনেক ঝঁকি। কিন্তু ভুট্টা আবাদে খরচ কম, লাভ বেশি।

পাইশকা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মাঠ দিবসে স্থানীয় লিয়াকত আলী খান দুলালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. আশরাফ উদ্দিন।

নকলা উপজেলা কৃষি কমকর্তা মো. হুমায়ুন কবীর জানান, এ বছর নকলা উপজেলায় ৬২০ হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে। রাজস্ব বাজেটের আওতায় হাইব্রিড ভুট্টা চাষ সম্প্রসরাণ করতে ৭০টি প্রদর্শনী প্লট দেয়া হয়েছে। ইতোমধ্যে ভুট্টার ফলন কৃষকরা ঘরে তুলতে শুরু করেছেন। হেক্টরে ভুট্টার ফলন হয়েছে ১০০ থেকে ১২০ মণ।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. আশরাফ উদ্দিন বলেন, ভুট্টা এমন একটি ফসল যার সব কিছুই ব্যবহার করা যায়। ভুট্টার বহুমুখি ব্যবহারের কারণে এর চাহিদাও দিন দিন বাড়ছে। এক কেজি ধান উৎপাদন করতে প্রায় ৩০ লিটার পানির প্রয়োজন হয়। বোরো আবাদে কৃষকরে সেচ খরচও অনেক বেশি। কিন্তু ভুট্টা আবাদে তেমন সেচের প্রয়োজন হয় না। তাই ভুট্টা চাষে আয় বেশি।

হাকিম বাবুল/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।