ছোট বোনকে বাঁচাতে গিয়ে পানিতে তলিয়ে গেল বড় বোনও

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০৯:২৬ পিএম, ২৬ এপ্রিল ২০১৮

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়ছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার শায়েস্তা ইউনিয়নের উত্তর লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছে- উম্মে জিয়াদ (৭) ও আর্দিয়ারা (৬)। তারা সম্পর্কে চাচাতো বোন।

শায়েস্তা ইউনিয়নের চেয়ারম্যান মোসলেম উদ্দিন চৌকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উত্তর লক্ষ্মীপুর গ্রামের জানু দেওয়ানের মেয়ে উম্মে জিয়াদ ও তার ভাই আকবর দেওয়ানের মেয়ে অর্দিয়ারা সমবয়সী কয়েকজনের সঙ্গে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায়। এ সময় অর্দিয়ারা পানিতে ডুবে গেলে উম্মে জিয়াদ তাকে উদ্ধার করতে যায়। কিন্তু সেও পানিতে তলিয়ে যায়। এ সময় অন্য শিশুরা দুইজনকে পানিতে ডুবে যেতে দেখে বাড়িতে খবর দেয়। পরে পরিবারের সদস্য ও গ্রামবাসী দুই শিশুকে পানির নিচ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

বি এম খোরশেদ/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।