ভূঞাপুর সড়কে যান চলাচল বন্ধ
টাঙ্গাইল ভূঞাপুর সড়কের কালিহাতী উপজেলার শ্যামপুর বেইলি ব্রিজের পাটাতন দেবে যান চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত এ অবস্থা। যান চলাচল স্বাভাবিক করতে কোনো পদক্ষেপ দেখা যায়নি। এতে ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার মানুষ।
সরেজমিনে দেখা যায়, শ্যামপুর বেইলি ব্রিজের উত্তর পাশের দুইটি পাটাতন দেবে গেছে। এর ফলে টাঙ্গাইল ভূঞাপুর সড়ক দিয়ে চলাচলকারী সকল যাত্রীবাহী বাস এবং মালবাহী যানগুলোর যাতায়াত বন্ধ রয়েছে। ক্ষতিগ্রস্ত এ সেতুটি দিয়ে টাঙ্গাইলের কালিহাতী, ঘাটাইল ও ভূঞাপুর উপজেলার হাজার হাজার মানুষ প্রতিদিন চলাচল করেন। এছাড়া তারাকান্দি সার কারখানায় যাতায়াতের প্রধান সড়কও এটিই।
বঙ্গবন্ধু সেনানিবাসের কর্মকর্তা ও কর্মচারীরা অনেক সময় বিকল্প সড়ক হিসেবে এই সড়কটি ব্যবহার করেন। স্থানীয়রা জানান, ব্রিজটি দীর্ঘদিন যাবৎ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

ঝুঁকিপূর্ণ এ সেতুর মেরামতের কোনো উদ্যোগ না নেয়ায় বাসসহ ভারি যানবাহন চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। এই সুযোগে সিএনজি চালিত অটোরিকশাগুলোতে নেয়া হচ্ছে অতিরিক্ত ভাড়া।
রশিদ মিয়া নামের এক যাত্রী জানান, এলেঙ্গা থেকে ভূঞাপুরের ভাড়া ২৫-৩০ টাকা। কিন্তু আজ ৬০ টাকা পর্যন্ত ভাড়া আদায় করছে সিএনজি চালকরা। সোনিয়া বেগম নামের এক নারী যাত্রী আক্ষেপ করে বলেন, কবে যে এই সড়কের ব্রিজগুলো ঠিক হবে।
উল্লেখ্য, এই সড়কের এলেঙ্গা থেকে ভূঞাপুর পর্যন্ত ১২টি ব্রিজের মধ্যে ৮টি ব্রিজই অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে দীর্ঘদিন যাবৎ পড়ে আছে।
এ প্রসঙ্গে টাঙ্গাইল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আমিমুল এহসান জানান, ক্ষতিগ্রস্ত শ্যামপুর বেইলি ব্রিজটির মেরামতের কাজ চলছে। আশা করি রাতের মধ্যেই যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে।
আরিফ উর রহমান টগর/এমএএস/পিআর