আওয়ামী লীগ নেতার গোডাউনে ১০ টাকা কেজির চাল
টাঙ্গাইলের গোপালপুরের উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আবুল হোসেনের গোডাউন থেকে ৯০ বস্তা সরকারি চাল জব্দ করেছে পুলিশ।
সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নগদা শিমলা এলাকা থেকে ওই চাল জব্দ করে পুলিশ। উপজেলা খাদ্য কর্মকর্তা মনজুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জব্দ চাল সরকার নির্ধারিত কার্ডধারীদের মাঝে ১০ টাকা কেজি দরে বিক্রি করার জন্য খাদ্য গুদাম থেকে উত্তোলন করা হয়। পরে অসৎ উদ্দেশ্যে সেগুলো মজুদ করা হয়েছিল।
গোপালপুর থানা পুলিশের ওসি হাসান আল মামুন বলেন, উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আবুল হোসেন ওই ইউনিয়নের ১০ টাকা কেজি দরে চাল বিক্রির সরকার নির্ধারিত ডিলার।
সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে খাদ্য কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম পুলিশ সহকারে আবুল হোসেনের গোডাউন অভিযান চালায়। এ সময় গোডাউন থেকে ৯০ বস্তা চাল উদ্ধার করা হয়।
নাম প্রকাশ না করে স্থানীয় এক মুক্তিযোদ্ধা জানান, এবার যে ১০ টাকা কেজির চাল বিতরণ করা হয়েছে এটাই আমরা জানি না। ধরা না পড়লে এটাও জানতাম না। আরও কতো চাল কতোভাবে কোথায় গেছে কে জানে।
গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা শারমিন চাল উদ্ধারের সত্যতা স্বীকার করছেন। এ নিয়ে যাচাই-বাছাই চলছে। যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
এএম/এমএস