নবীনগরে গণপিটুনিতে ৫ মামলার আসামি নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০২:২৮ পিএম, ০১ মে ২০১৮

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গণপিটুনিতে আবু সাঈদ (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত আড়াইটার উপজেলার লাউর পতেহপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সাঈদ উপজেলার জিনোদপুর ইউনিয়নের চারিপাড়া গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে।
তিনি এলাকায় ‘সাঈদ্দা চোরা’ হিসেবে পরিচিত বলে জানিয়েছেন নবীনগর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রাজু আহমেদ।

তিনি জাগো নিউজকে জানান, সোমবার দিবাগত রাতে সাঈদ লাউর ফতেহপুর গ্রামের ফরিদ মিয়ার বাড়িতে চুরি করতে ঢুকেন। এ সময় বাড়ির লোকজন তাকে দেখে ফেলে চোর-চোর বলে চিৎকার শুরু করে। পরে স্থানীয়রা ছুটে এসে সাঈদকে ধরে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রাজু আহমেদ আরও জানান, সাঈদের বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে। এর মধ্যে গণধর্ষণ, হত্যা ও চুরির মামলাও রয়েছে।

আজিজুল সঞ্চয়/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।