গাজীপুর সিটি নির্বাচন : এজেন্টদের প্রশিক্ষণ দেবে ইসি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৬:৪৮ পিএম, ০২ মে ২০১৮

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে এবারই প্রথম এজেন্টদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রতি মেয়র প্রার্থীদের চারজন, সংরক্ষিত ওয়ার্ডের প্রতি কাউন্সিলর প্রার্থীদের দুজন এবং প্রতি সাধারণ ওয়ার্ড কাউন্সিলরের একজন এজেন্টকে ওই প্রশিক্ষণ দেয়া হবে।

নির্বাচনের রিটানিং অফিসার মো. রকিব উদ্দিন মণ্ডল জানান, প্রার্থীদের অনেক এজেন্ট কেন্দ্রে তাদের দায়িত্ব ও কর্তব্য সম্বন্ধে জানেন না। তাদের ওই সম্বন্ধে জানাতে ও সচেতন করতেই প্রতি প্রার্থীর মাস্টার ট্রেইনার তৈরি করে দেয়া হচ্ছে। তারা নিজ নিজ এলাকায় গিয়ে অন্য এজেন্টদের প্রশিক্ষণ দেবেন। আগামী ৫ মে জেলা শহরের জকি স্মৃতি হাইস্কুলে মাস্টার ট্রেইনারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। নির্বাচনী এজেন্টদের নিয়ে এ ধরণের প্রশিক্ষণের আয়োজন এবারই প্রথম। এতে প্রার্থীদের ৪৫১ জন মাস্টার ট্রেইনারকে প্রশিক্ষণ দেয়া হবে।

জেলা নির্বাচন অফিসার ও নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. তারিফুজ্জামান জানান, ১৫ মে ৫৭টি সাধরণ ওয়ার্ড, ১৯টি সংরক্ষিত ওয়ার্ডে মোট ৪২৫টি ভোট কেন্দ্রে দুই হাজার ৭৬১টি ভোট কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে অস্থায়ী ভোট কেন্দ্র রয়েছে একটি এবং অস্থায়ী ভোট কক্ষ রয়েছে ২৩৫টি।

এবার সিটি নির্বাচনে সাতজন মেয়র, ৮৪ জন সংরক্ষিত ও ২৫৪ জন সাধরণ কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে প্রতি ভোট কক্ষে প্রতি প্রার্থীর জন্য একজন করে পোলিং এজেন্ট দেয়ার বিধান রয়েছে। সর্বশেষ ৩১ জানুয়ারির হালনাগাদকৃত ভোটার সংখ্যা হলো ১১ লাখ ৩৭ হাজার ৭৩৬ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৬৯ হাজার ৯৩৫ জন এবং নারী ভোটার ৫ লাখ ৬৭ হাজার ৮০১ জন।

আমিনুল ইসলাম/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।