তাড়াশে পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি
সিরাজগঞ্জের তাড়াশে পানিতে ডুবে নাবিল হোসেন নামে সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার তালম ইউনিয়নের নামো-সিলট গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাবিল ওই গ্রামের নুর হোসেনের ছেলে।
এ তথ্য নিশ্চিত করে স্থানীয় শিক্ষক নবীর উদ্দিন জানান, গ্রামের শিশুদের সঙ্গে বাড়ির পাশেই খেলাধুলা করছিল নাবিল। হঠাৎ করেই সে পুকুরের পানিতে পড়ে যায়। অনেকক্ষণ দেখতে না পেয়ে এক পর্যায়ে বাড়ির লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করে। পরে শিশুটির মরদেহ পুকুরে ভাসতে দেখে পরিবারের লোকজন উদ্ধার করে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
ইউসুফ দেওয়ান রাজু/আরএ/পিআর