এসএসসিতে ফেল, বকা দেয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ০৪:৫৫ পিএম, ০৭ মে ২০১৮
প্রতীকী ছবি

এসএসসি পরীক্ষায় ফেল করায় লজ্জায় ফারাজুল ইসলাম (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থী ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার ফকদনপুর গুলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ফারাজুল ইসলাম ওই গ্রামের সিরাজুলের ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, মথুরাপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ফারাজুল ইসলাম। রোববার দুপুরে ফলাফল প্রকাশের পর সে পাস করতে পারেনি বলে জানতে পারে। সকালে বাসার লোকজন ফারাজুলকে বকা দেয়ায় দুপুরে নিজ ঘরে ফাঁস দেয় সে। পরে বাসার লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঠাকুরগাঁও থানা পুলিশের এসআই সাইফুর ইসলাম জানান, এসএসসি পরীক্ষায় ফেল করায় ছেলেটি আত্মহত্যা করেছে। কারও কোনো অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।