নির্বাচন কারও জন্য থেমে থাকবে না : কৃষিমন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শেরপুর
প্রকাশিত: ০৭:৩৬ পিএম, ১০ মে ২০১৮

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, সময়মত নির্বাচন হবে, যারা নির্বাচনে আসবে ভাল, না আসলে নির্বাচন ঠেকে থাকবে না।

বৃহস্পতিবার দুপুরে শেরপুরে নালিতাবাড়ীর উপজেলা পরিষদ মুক্তমঞ্চে উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও নিন্স মাধ্যমিক স্কুলে বেঞ্চ এবং স্বাস্থ্য কমপ্লেক্সে ও কমিউনিটি ক্লিনিকগুলোতে ডেলিভারি বেড বিতরণ অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী খালেদা জিয়াকে উদ্দ্যেশ করে বলেন, আমরা শাস্তি দেই নাই, শাস্তি দিছেন কোর্ট। বের হইতে হইলে কোর্টের মাধ্যমে বের হতে হবে। যে পরিমাণ মানুষ মারছেন, যে পরিমাণ মানুষ পুরাইছেন, রাত-বিরাইত মানেন নাই, শবে-বরাতের রাতে আগুন দিছেন। আল্লাহ সবটা দেখায় না, পরকালের জন্য রাখে কিছুটা, ইহকালের জন্যও রাখে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জেলা প্রসাশক ড. মল্লিক আনোয়ার হোসেন, পুলিশ সুপার রফিকুল হাসান গণি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হক, পৌরসভার মেয়র আবুবক্কর সিদ্দিকসহ প্রসাশনের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা।

হাকিম বাবুল/আরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।