ফরিদপুরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০২:০৫ পিএম, ১৯ মে ২০১৮

শহরের পূর্বখাবাসপুর লঞ্চঘাট এলাকা থেকে এক হাজার ৫শ’ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

জানা যায়, শুক্রবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পূর্বখাবাসপুর লঞ্চঘাট এলাকায় মাদকবিরোধী অভিযান চালান এসআই মোয়াজ্জেম হোসেন ও শাহিনুজ্জামান। এ সময় সজীব শেখ (২৩) ও জুবায়ের রহমান অপি (২২) পুলিশকে দেখে দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে পুলিশ স্থানীয়দের সহায়তায় তাদের আটক করে।

আটকদের দেহ তল্লাশি করে এক হাজার ৫শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সজীব শেখের বাড়ি শহরের পূর্বখাবাসপুর এলাকায় এবং জুবায়ের রহমানের বাড়ি মধ্য আলিপুর এলাকায়।

কোতয়ালি থানার ওসি এএফএম নাসিম জানান, মাদকবিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে কোতয়ালি থানায় একাধিক মামলা রয়েছে।

এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।