ছাগল খেতে এসে প্রাণ গেল চিতাবাঘের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৮:০১ পিএম, ২২ মে ২০১৮

ফরিদপুরের মধুখালীতে একটি চিতাবাঘকে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী। মঙ্গলবার ভোররাতে উপজেলার বাগাট ইউনিয়নের ঘোপঘাট দক্ষিণপাড়ায় চিতাবাঘটিতে আটকের পর পিটিয়ে হত্যা করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোররাতে মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের ঘোপঘাট দক্ষিণপাড়ার বাসিন্দা রহমান সেকের বাড়ির গোয়াল ঘরে ঢুকে একটি চিতাবাঘ। বাঘটি গোয়াল ঘরে থাকা একটি ছাগলের ওপর হামলা চালিয়ে হত্যা করে। গোয়াল ঘরে শব্দ পেয়ে বাড়ির মালিক রহমান সেক ও পরিবারের লোকজন গিয়ে লাঠি দিয়ে চিতাবাঘটির মাথায় আঘাত করে। পরে গ্রামের লোকজন একত্রিত হয়ে পিটিয়ে চিতাবাঘটিকে হত্যা করে। মঙ্গলবার সকালে বাড়ির পাশে চিতাবাঘটির মরদেহ মাটিতে পুঁতে রাখা হয়।

বাগাট ইউনিয়নের ঘোপঘাট গ্রামের বাসিন্দা জাহাঙ্গির হোসেন জানান, চিতাবাঘটি ভোররাতে গোয়াল ঘরে ঢুকে একটি ছাগলের উপর হামলা চালিয়ে হত্যা করে। পরে ওই বাড়ির লোকজন ও গ্রামবাসী চিতাবাঘটিকে পিটিয়ে হত্যা করে।

স্থানীয় ইউপি সদস্য বিকাশ সাহা জানান, মাঝে মধ্যেই এলাকার বিভিন্ন বাড়ির গরুর বাছুর, ছাগল, হাঁস-মুরগি হামলায় মারা যেত। কিন্তু এগুলো মারছে কে বোঝা যাচ্ছিল না। মঙ্গলবার ভোররাতে রহমান সেকের বাড়ির গোয়াল ঘরে চিতাবাঘটি ঢুকে একটি ছাগলকে মেরে ফেলে। পরে উত্তেজিত গ্রামবাসী চিতাবাঘটিতে পিটিয়ে হত্যা করে।

আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।