দুদকের মামলায় সাবেক পিআইও’র কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৫:৪৭ পিএম, ২৮ মে ২০১৮
প্রতীকী ছবি

দুর্নীতি দমন সমন্বিত ফরিদপুর জেলা কার্যালয় (দুদক) এর মামলায় রাজবাড়ীর পাংশা উপজেলার সাবেক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কেরামত আলী বিশ্বাসকে (৬২) তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ৪ লাখ ৬ হাজার ১০৫ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে তাকে আরও ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

সোমবার ফরিদপুরের বিশেষ জজ আদালতের বিচারক মো. মতিয়ার রহমান এ আদেশ দেন। রায় ঘোষণার সময় কেরামত আলী বিশ্বাস আদালতে হাজির ছিলেন। রায় ঘোষণার পর তাকে জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।

কেরামত আলী বিশ্বাস ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার বেনীপুর গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি কুষ্টিয়ার চৌড়হাস মহল্লায় বসবাস করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দুদক ফরিদপুরের উপ-পরিচালক ফজলুল হক জানান, কেরামত আলী বিশ্বাস প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিসেবে রাজবাড়ীর পাংশায় কর্মরত থাকা অবস্থায় কয়েকটি ভুয়া প্রকল্প দেখিয়ে ভুয়া ভাউচারের মাধ্যমে ৪ লাখ ৬ হাজার ১০৫ টাকা আত্মসাৎ করেন। গত ২০০৮ সালের পহেলা ডিসেম্বর দুদক এ মামলাটি দায়ের করেন রাজবাড়ীর পাংশা থানায়। এ মামলাটি তদন্ত করেন দুদক ফরিদপুরের সাবেক সহকারী পরিচালক নূর হোসেন খান।

এমএএস/এমএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।