ফরিদপুরে ফেনসিডিল-ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৯:৪০ পিএম, ২৮ মে ২০১৮

ফরিদপুরের মধুখালীতে পৃথক অভিযান চালিয়ে ১২২ বোতল ফেনসিডিল ও ২০০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মধুখালী থানার এসআই হাকিম মোল্যা উপজেলার কামারখালী ইউনিয়নের গন্ধখালী গ্রামে সোমবার বিকেল ৫টার দিকে অভিযান চালান। অভিযানকালে ওই গ্রামের কেয়ামুদ্দিন শেখের বাড়ি থেকে ১২২ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। এ সময় মাদক ব্যবসায়ী সবুজ মন্ডল (২২), ইলিয়াছ মোল্যা (২৫) ও আলিম মন্ডলকে (৩২) আটক করা হয়। এদের সবার বাড়িই চুয়াডাঙ্গা জেলার জীবননগর এলাকায়। অভিযানকালে বাড়ির মালিক কেয়ামুদ্দিন শেখ পালিয়ে যান।

এদিকে সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের পরিক্ষিতপুর এলাকায় অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ রমজান খান (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেন মধুখালী থানার এসআই আবুল কালাম আজাদ। আটক রমজানের বাড়ি উপজেলার বনমালিদিয়া গ্রামে।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পৃথক মামলা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।