ফরিদপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
ছবি-প্রতীকী
ফরিদপুরের ভাঙ্গা পৌর সদরের আতাদী গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কালু বেপারী (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত কালু বেপারী আতাদী গ্রামের আব্দুল ওহাব বেপারীর ছেলে।
কালু বেপারীর বড় ভাই তারা বেপারী জানান, রাতে বাড়িতে ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন কালু। পরে দ্রুত তাকে ভাঙ্গা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভাঙ্গা পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর বজলু মাতুব্বর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বি কে সিকদার সজল/আরএআর/জেআইএম