বগুড়া ছাত্রদলের সভাপতি হাসান সম্পাদক রিগান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৭:৫৯ পিএম, ০৫ জুন ২০১৮

জাতীয়তাবাদী ছাত্রদল বগুড়া জেলা শাখার নতুন কমিটির সভাপতি হলেন আবু হাসান এবং সাধারণ সম্পাদক হলেন নূরে আলম সিদ্দিকী রিগান। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৫ সদস্যের জেলা কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি।

সদ্য সভাপতি আবু হাসান জাতীয়তাবাদী ছাত্রদল সরকারি শাহ সুলতান কলেজ শাখার সভাপতি হিসেবে এবং নূরে আলম সিদ্দিকী রিগান সরকারি আজিজুল হক কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়কের দায়িত্ব পালন করে আসছিলেন।

কেন্দ্রীয় ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান মঙ্গলবার এ কমিটি অনুমোদন করেন বলে বগুড়া জেলা ছাত্রদলের দলীয় সূত্রে জানা গেছে।

সদ্য ঘোষিত ৫ সদস্যেরে কমিটিতে রয়েছে, সভাপতি আবু হাসান, সিনিয়র সহসভাপতি আবু জাফর জেমস্, সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগান, যুগ্ম-সম্পাদক সোহেল রানা এবং সাংগঠনিক সম্পাদক রবিউল আউয়াল।

বগুড়া জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম জানান, কমিটি গঠন হয়েছে। এ বিষয়ে হাতে কাগজপত্র না পেলেও দলীয় নেতৃবৃন্দ কমিটি হওয়ার সংবাদটি জানিয়েছে।

লিমন বাসার/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।