ধুনটে দুই পুলিশকে পিটিয়ে আসামি ছিনতাই
বগুড়ার ধুনট উপজেলায় দুই পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে আসামি ছিনতাই করেছে ছাত্রলীগ নেতা হাসান মাহমুদ রাব্বিসহ অন্যরা। এ ঘটনায় ছাত্রলীগ নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
আহত এএসআই শাহানুর রহমান বাদি হয়ে রোববার দুপুরে থানায় এ মামলা দায়ের করেন। মামলার পর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসান মাহমুদ রাব্বিকে (২৫) গ্রেফতার করা হয়েছে। দুপুরে রাব্বিকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, ধুনট পৌর এলাকার সদরপাড়ার আব্দুল বারিক স্বর্ণকারের ছেলে রাজিব উদ্দিনের বিরুদ্ধে মাদক মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। রোববার ভোররাতে নিজ বাড়ি থেকে রাজিবকে গ্রেফতার করে পুলিশ। এসময় রাজিবের ছোট ভাই পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসান মাহমুদ রাব্বির নেতৃত্বে তার পরিবারের লোকজন পুলিশকে মারপিট করে আসামিকে ছিনিয়ে নেয়। ছাত্রলীগ নেতা রাব্বি ও তার লোকজনের হামলায় থানার এএসআই শাহানুর রহমান ও এএসআই শাহজাহান আলী আহত হয়। পরে সংবাদ পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ছাত্রলীগ নেতা রাব্বিকে গ্রেফতার করে। এ ঘটনায় ছাত্রলীগ নেতা রাব্বিসহ একই পরিবারের ৭ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে।
থানা হাজতে আটক ছাত্রলীগ নেতা হাসান মাহমুদ রাব্বি দাবি করে বলেন, রাজিব আমার বড় ভাই। তাকে গ্রেফতারের কারণ জানতে চাইলে পুলিশ আমার উপর চড়াও হয়। তখন এ বিষয় নিয়ে পুলিশের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। পুলিশকে কোনো প্রকার মারপিট করা হয়নি।
ধুনট থানা পুলিশের ওসি খান মো. এরফান বলেন, ২ পুলিশ কর্মকর্তার উপর হামলা চালিয়ে মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নেয়া হয়। আসামিপক্ষের লোকজনের হামলায় ২ পুলিশ কর্মকর্তা আহত হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে।
লিমন বাসার/এমএএস/পিআর