বাসের ছাদ থেকে পড়ে নিহত ১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০১:৪৫ পিএম, ১১ জুন ২০১৮

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ব্রাক্ষ্মনশশ্মান এলাকায় বাসের ছাদ থেকে পড়ে আজমল হোসেন (৩২) নামে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুই জন। সোমবার সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।

নিহত আজমল দিনাজপুর জেলার খানসামা উপজেলার পূর্ব হাসিমপুর গ্রামের মৃত ইয়াসিল আলীর ছেলে। আহত দু’জনের নাম জানা যায়নি।

এ বিষয়ে ঘাটাইল থানা পুণিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদুর রাহমান জানান, সিলেট থেকে ছেড়ে আসা সাগরিকা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ময়মনসিংহ যাচ্ছিলো। পথের মধ্যে বাসটি টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের ব্রাক্ষ্মনশশ্মান এলাকায় পৌঁছালে গাছের সঙ্গে ধাক্কা লাগলে বাসের ছাদে থাকা ৩ যাত্রী পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। আহত দুই জনকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আরিফ উর রহমান টগর/আরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।