ধুনটে ছাত্রলীগের হামলায় ছাত্রদলের শোভাযাত্রা ভণ্ডুল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৫:৫৭ পিএম, ১১ জুন ২০১৮

বগুড়ার ধুনটে এবার থানা ও পৌর ছাত্রদলের শোভাযাত্রায় (র‌্যালি) হামলা চালিয়ে ভণ্ডুল করে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানাতে শোভাযাত্রাটি বের করেছিল ছাত্রদলের নেতাকর্মীরা। সোমবার দুপুরে ধুনট শহরের ফলপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।

দলীয় সূত্রে জানা যায়, বগুড়া জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির নেতাকর্মীদের শুভেচ্ছা জানাতে ধুনট থানা ও পৌর ছাত্রদলের উদ্যোগে একটি র‌্যালি বের করা হয়। শহরের কলাপট্টি থেকে শোভাযাত্রাটি বের হয়ে ফলপট্টি এলাকায় পৌঁছালে ছাত্রলীগের নেতাকর্মীরা অতর্কিতভাবে হামলা চালিয়ে শোভাযাত্রাটি ছত্রভঙ্গ করে দেয়। ছাত্রলীগের হামলায় ছাত্রদলের ১০ নেতাকর্মী আহত হয়।

আহতরা হলেন- পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক নিয়ামুল আলম তালুকদার, থানা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আলফিজুর রহমান স্বপন, সাংগঠনিক সম্পাদক শাহাদত হোসেন পিস্টন, পৌর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাহিদ মাহমুদ সুমন, যুগ্ম সম্পাদক নিলয় কুমার সরকার, ছাত্রদল কর্মী জুয়েল রানা, মোসারফ হোসেন, রকি হাসান, মিশু আহম্মেদ ও সুমন মাহমুদ। আহতরা স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ধুনট থানা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আলফিজুর রহমান স্বপন বলেন, নবগঠিত জেলা কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর জন্য শান্তিপূর্ণভাবে একটি শোভাযাত্রা বের করা হয়। কিন্তু কোনো কিছু বুঝে ওঠার আগেই ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়ে আমাদের শোভাযাত্রাটি ভণ্ডুল করে দেয়। তাদের হামলায় ছাত্রদলের ১০ নেতাকর্মী আহত হয়েছে।

ধুনট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা আনন্দ র‌্যালির নামে রমজান মাসের পবিত্রতা ভঙ্গ করায় তাদের বাধা দেয়া হয়েছে। এ সময় তারা আমাদের ওপর চড়াও হলে পাল্টা তাদের আক্রমণ করা হয়েছে।

উল্লেখ্য, গত শনিবার দুই পুলিশ কর্মকর্তার ওপর হামলা চালিয়ে এক মাদক মামলার এক আসামিকে ছিনিয়ে নিয়েছে পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী।

লিমন বাসার/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।