কুমিল্লায় যুবক হত্যার ঘটনায় আরো একজন গ্রেফতার


প্রকাশিত: ০৮:৫২ পিএম, ০২ আগস্ট ২০১৫

কুমিল্লার মুরাদনগর উপজেলায় শামসুদ্দিন মনির নামের এক যুবককে নির্যাতন করে হত্যার ঘটনায় আবদুর রশিদ নামের আরো এক আসামিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। রোববার সাড়ে ৮টায় মুরাদনগরের কাজিয়াতল উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির এসআই শাহ কামাল আকন্দ জাগো নিউজকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটককৃত আ. রশিদ ওই গ্রামের মন্তাজ মিয়ার পুত্র।

জানা যায়, গত ১৪ জুলাই ভোরে মুরানগরের কাজিয়াতল গ্রামের ময়নাল হোসেনের বাড়িতে পাওনা টাকা চাইতে গেলে একই গ্রামের প্রবাস ফেরত শামসুদ্দিন মনিরকে আটক করার পর মসজিদের মাইকে ডাকাত ঘোষণা দিয়ে নির্মমভাবে পিটিয়ে ও হাত-পায়ের রগ কেটে হত্যা করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাহ কামাল আকন্দ জানান, এ ঘটনায় গত ২৫ জুলাই গ্রেফতারকৃত গৃহকর্ত্রী নাছিমা আক্তারকে পরদিন (২৬ জুলাই) কুমিল্লার আমমি আদালত-৮ এর বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুব্রা চক্রবর্তীর আদালতে হাজির করার পর সে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দী দেয়।

এতে তিনি ঘটনার সঙ্গে জড়িতদের নাম প্রকাশ করেন। আদালতে ১৬৪ ধারার জবানবন্দীতে তিনি যাদের নাম প্র্রকাশ করেন তাদের গ্রেফতারে অভিযান চলছে। তার স্বীকারোক্তির ভিত্তিতে রোববার রাতে আবদুর রশিদকে গ্রেফতার করা হলো।

ঘটনার সঙ্গে জড়িত অপর আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলেও ওই কর্মকর্তা জানিয়েছেন। এদিকে গ্রেফতারকৃত মসজিদের ইমাম আবুল হাছানের তিন দিনের রিমান্ড মঞ্জুরের পর রোববার থেকে তাকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানা গেছে। ঘটনার দিন সন্ধ্যায় পুলিশ বি-বাড়িয়ার বাঞ্ছারামপুর এলাকা থেকে ওই ইমামকে গ্রেফতার করেছিল।

কামাল উদ্দিন/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।