বরিশালে জাপা ও কমিউনিস্ট পার্টির মনোনয়নপত্র সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বরিশাল
প্রকাশিত: ০৫:৫৪ পিএম, ১৪ জুন ২০১৮

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার পর দ্বিতীয় দিন মেয়র পদে দুই জন, সাধারণ কাউন্সিলর পদে ১২ জন এবং সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ৫ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

বৃহস্পতিবার বিকাল ৪টা পর্যন্ত নগরীর নথুল্লাবাদ বাস স্ট্যান্ড সংলগ্ন আঞ্চলিক নির্বাচন অফিস থেকে প্রার্থী কেউবা সরাসরি উপস্থিত হয়ে আবার কারোর পক্ষে তাদের স্বজনরা মনোনয়ন পত্র সংগ্রহ করেন।

মেয়র পদে জাতীয় পার্টি (এরশাদ) জেলার যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন তাপস এবং কমিউনিস্ট পার্টি জেলা কমিটির সভাপতি একে আজাদ মনোনয়ন পত্র সংগ্রহ করেন। এ ছাড়া সাধারণ কাউন্সিলর পদে ১২ জন ও সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ৫ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

নির্বাচন অফিসে মনোনয়ন পত্র সংগ্রহে আসা কয়েকজন কাউন্সিলর প্রার্থী জানান, যেহেতু ফরম পূরণ করতে কোনো ভুল ত্রুটি না হয়, এ জন্য আগে ভাগেই ফরম নিচ্ছেন।

বরিশালের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনের রির্টানিং কর্মকর্তা মো. মুজিবুর রহমান জানান, মনোনয়ন পত্র নেয়া শুরু করেছেন প্রার্থীরা। বিকেল পর্যন্ত মেয়র পদে দুই জন, সাধারণ কাউন্সিলর পদে ১২ জন এবং সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

প্রসঙ্গত, গত ৩১ মে নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন আগামী ২৮ জুন। মনোনয়নপত্র বাছাই হবে ১-২ জুলাই। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৯ জুলাই। ১০ জুলাই দেয়া হবে প্রতীক বরাদ্দ। ভোট গ্রহণ হবে ৩০ জুলাই। বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে এবার ভোটার ২ লাখ ৪১ হাজার ৯৫৯জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২১ হাজার ৩৩২ জন এবং মহিলা ১ ভোটার লাখ ২০ হাজার ৬২৭ জন।

সাইফ আমীন/আরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।