চাটমোহর উপজেলা চেয়ারম্যানকে কারাগারে প্রেরণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ১০:৩৭ এএম, ০৩ আগস্ট ২০১৫

পাবনার চাটমোহর উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক হাসাদুল ইসলাম হীরাকে বিস্ফোরক আইনে চাটমোহর থানার একটি মামলায় জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানো হয়েছে। সোমবার দুপুরে পাবনার জেলা ও দায়রা জজ আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

চাটমোহর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, চাটমোহর থানায় গত ৮ ফেব্রুয়ারি উপজেলা চেয়ারম্যান হীরাসহ ২২ জনের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য বহন ও আতঙ্ক সৃষ্টির অপরাধে মামলা দায়ের করে পুলিশ। দীর্ঘদিন পালাতক থাকার পর সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা চেয়ারম্যান হীরা ওই মামলায় পাবনা দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন।

এ সময় বিজ্ঞ জেলা ও দায়রা জজ মো. ওবায়দুস সোবাহান জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতের নির্দেশ অনুযায়ী পুলিশ উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরাকে পাবনা কারাগারে পাঠান।

একে জামান/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।