অপহৃত স্কুলছাত্রকে উদ্ধারে আন্দোলনে সহপাঠীরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৬:৫১ পিএম, ২৬ জুন ২০১৮

ফরিদপুরের নগরকান্দার তালমা নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র অপহৃত আলাউদ্দিন মাতুব্বর অন্তরকে উদ্ধারের দাবিতে সোচ্চার তার সহপাঠী ও শিক্ষকরা।

মঙ্গলবার দুপুরে স্কুলের সামনের ফরিদপুর-নগরকান্দা আঞ্চলিক সড়কের দুইপাশে দাঁড়িয়ে স্কুলের ম্যানেজিং কমিটির সদস্যরা, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মুজিবুর রহমান, সহকারি শিক্ষক আসাদুজ্জামান, সোহরাব হোসেন প্রমূখ।

বক্তারা বলেন, ২৪ ঘণ্টার মধ্যে অন্তরকে উদ্ধার করতে না পারলে আমরা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।

এর আগে শুক্রবার দুপুরে ফরিদপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের চর মানিকদি পাগলপাড়া গ্রামের বাসিন্দা গ্রীস প্রবাসী আবুল হোসেন মাতুব্বরের স্ত্রী জান্নাতি বেগম। সংবাদ সম্মেলনে সন্তানকে উদ্ধারের আকুতি জানান জান্নাতি বেগম।

faridpur

লিখিত বক্তব্যে জান্নাতি বেগম বলেন, তার বড় ছেলে আলাউদ্দিন ওরফে অন্তর মাতুব্বর তালমা নাজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। গত ৭ জুন বৃহস্পতিবার তারাবি নামাজ পড়ার জন্য রাত ৮টার কিছু আগে বাসা হতে বের হয়। এরপর সে আর বাসায় ফিরেনি তবে ৩ বার তার সঙ্গে মোবাইলে কথা হয়। রাত ১০টার পর হতে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। এ ঘটনায় ৮ জুন রাতে নগরকান্দা থানায় একটি জিডি করা হয়।

তিনি বলেন, থানায় জিডি করে বাসায় ফেরার পরই অন্তরের মোবাইল থেকে তার মোবাইলে একটি ম্যাসেজ পাঠানো হয়। তাতে অন্তরকে অপহরণের কথা জানিয়ে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। র‌্যাব-পুলিশকে জানাতে নিষেধ করেছিলো তবে ঘটনার পরপরই ৮ জুন তিনি পুলিশ ও র‌্যাব অফিসে গিয়ে অন্তরের নিখোঁজ হওয়ার বিষয়টি জানিয়ে আসেন।

এ দিকে মুক্তিপণ দিয়েও সন্তানকে ফিরে না পেয়ে বিলনালিয়ার মোবারক মাস্টারের ছেলে খোকন মাতুব্বরকে (৩৫) প্রধান আসামি করে ১৬ জনের বিরুদ্ধে একটি অপহরণ মামলা দায়ের করেন জান্নাতি বেগম।

নগরকান্দা থানার ওসি সৈয়দ লুৎফর রহমান জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ৩ জনকে আটক করা হয়েছে। মুক্তিপণের টাকা লেনদেনের বিষয়ে তিনি কিছু জানেন না।

সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মো. মহিউদ্দিন জানান, ৯ জুন অন্তর মোটরসাইকেলে ফরিদপুরে আসে বলে জানতে পেরেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মুক্তিপণের টাকা লেনদেনের ব্যাপারে তিনি বলেন, আমি টাকা দিতে না করেছিলাম।

আরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।