প্রসাধনীর কৌটায় ইয়াবা, মূল হোতা গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৬:৩৩ পিএম, ৩০ জুন ২০১৮

প্রসাধনীর কৌটার ভেতরে অভিনব পন্থায় ইয়াবা পাচারকারী চক্রের মূল হোতা মনিরুজ্জামান লাবু বিশ্বাসকে গ্রেফতার করেছে সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার রাতে সিরাজগঞ্জ শহরের ফজলুল হক রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে এবং ইয়াবা পাচার মামলার প্রধান আসামি।

সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম শনিবার দুপুরে জানান, গত ২ জুন সুন্দরবন কুরিয়ারে পার্সেলের মাধ্যমে প্রসাধনীর কৌটায় অভিনব পন্থায় চট্টগ্রাম থেকে ৪ হাজার ৮০০ পিস ইয়াবা আমদানিকালে লাবু বিশ্বাসের দুই সহযোগী আল আমিন ও আব্দুল জলিলকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা আদালতে ১৬৪ ধারায় দেয়া জবানবন্দিতে উদ্ধার হওয়া ইয়াবার মূল মালিক মনিরুজ্জামান লাবু বিশ্বাস বলে জানান। এ ঘটনার পর লাবু বিশ্বাস গা ঢাকা দেন। শুক্রবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ এলাকা তাকে গ্রেফতারের পর ডিবি কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হয়।

ইউসুফ দেওয়ান রাজু/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।