ব্রাজিল-মেক্সিকো খেলা নিয়ে সংঘর্ষ, আহত ১০

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৯:৩০ পিএম, ০৩ জুলাই ২০১৮
ছবি-ফাইল

বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় রাউন্ডে ব্রাজিল বনাম মেক্সিকো দলের খেলা দেখাকে কেন্দ্র করে দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে নেত্রকোনা জেলার মদন উপজেলায় নায়েকপুর ইউনিয়নে সিংহের বাজারে।

এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সোমবার রাত ৮টার সময় ব্রাজিল বনাম মেক্সিকো দলের খেলা চলাকালীন সিংহের বাজারে একটি দোকানে বসে খেলা দেখছিল বিপুল সংখ্যক এলাকাবাসী।

ব্রাজিল মেক্সিকোকে দুটি গোল দেয়ার পর ব্রাজিল সমর্থক মতিউর রহমান হিমেল উল্লাস প্রকাশ করার সময় তার পা রাজতলা গ্রামের বাসিন্দা মেক্সিকো (পূর্বে আর্জেন্টিনার) সমর্থক মানু খানের পায়ে লেগে যায়।

এ নিয়ে দুইজনের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি শুরু হলে স্থানীয় লোকজনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এ ঘটনার জেরে সাঈদুর রহমান খান ও মানু খানের নেতৃত্বে তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মঙ্গলবার সকালে সিংহের বাজারে মতিউর রহমান হিমেল ও তার বাবার লোকজনের ওপর হামলা চালায়। এতে দুই পক্ষের সমর্থকদের সংঘর্ষ লেগে যায়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে মদন হাসপাতালে নিয়ে যায়।

আহত সাঈদুর রহমান খান (৬৫), হাতেম ভূইঁয়া (৫০) ও রাজিব ভূইঁয়ার (৪৫) অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

মদন থানা পুলিশের ওসি মো. শওকত আলী বলেন, খেলা নিয়ে সংঘর্ষে হতাহতের খবর পেয়েছি। এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

কামাল হোসাইন/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।