দুই সপ্তাহ ধরে নিখোঁজ শামীম গাজী
শরীয়তপুরের নড়িয়া উপজেলার কানারগাঁও এলাকার মো. শামীম গাজী (১৭) গত দুই সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছে। এই ঘটনায় গত বুধবার ৪ জুলাই নড়িয়া থানায় একটি জিডি করা হয়েছে।
মো. শামীম গাজী উপজেলার ফতেহজঙ্গপুর ইউনিয়নের কানারগাঁও গ্রামের মহন মিয়ার ছেলে। শামীম পরিবারের একমাত্র ছেলে। সে শারীরিক প্রতিবন্ধী।
শামীমের পরিবার জানায়, শামীম গাজী জন্মের পর থেকেই শারীরিক প্রতিবন্ধী। সে ছোট থেকে (একই গ্রামে) তার খালা ফাহিমা বেগমের বাড়ি থাকে। গত ২৩ জুন শনিবার সকালে শামীম তার খালার বাড়ি থেকে বের হয়। তারপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
এদিকে একমাত্র ছেলেকে খুঁজে না পেয়ে মা ফাতেমা বেগম পাগল প্রায়। ফাতেমা বেগম বলেন, গত ২৩ জুন সকালে থেকে আমার ছেলে শামীম নিখোঁজ। তার গায়ের রং শ্যামলা, কপালে একটি কাটা দাগ আছে। আমি শামীমকে ফিরে পেতে চাই।
নড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন বলেন, শামীমের ব্যাপারে থানায় একটি জিডি হয়েছে। এখনও শামীমের কোনো খোঁজ পাওয়া যায়নি। তাকে খুঁজে পেতে পুলিশ কাজ করছে।
মো. ছগির হোসেন/আরএ/জেআইএম