মুজিব কোট নিয়ে ফেসবুকে কটূক্তি : যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ০৮:৫৮ এএম, ১২ জুলাই ২০১৮

স্বাধীনতা পরবর্তী সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশেষ পোশাক ছিল সাদা পাঞ্জাবি-পায়জামা আর ৬ বোতামের কালো কোট। ওই কোটই পরবর্তীতে ‘মুজিব কোট’ নামে পরিচিতি পায়। সেই কোট নিয়ে ফেসবুকে কটূক্তি ও অশালীন মন্তব্য করায় বরগুনায় সাংবাদিক পরিচয়দানকারী এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার রাত ৮টার দিকে বরগুনার আমতলী পৌর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো. সোহাগ বিশ্বাস (২৮) আমতলী পৌরসভার ৪নং ওয়ার্ডের মো. খলীল বিশ্বাসের ছেলে।

এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দীন জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে আমরা সোহাগ বিশ্বাসকে গ্রেফতার করি। নিজের ফেসবুক আইডি থেকে সোহাগ বঙ্গবন্ধুর কোট নিয়ে কটূক্তি ও অশালীন মন্তব্য করেছেন। প্রাথমিকভাবে তার সত্যতা আমরা পেয়েছি। এমনকি তার পোস্টে যারা এর প্রতিবাদ করে মন্তব্য করে করেছেন তিনি তাদের উপর চড়াও হয়ে সেখানেও মুজিব কোট নিয়ে অশালীন মন্তব্য করেছেন।

এ ঘটনায় সোহাগ বিশ্বাসের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা করা হয়েছে বলেও জানান ওসি মো. আলাউদ্দীন।

সাইফুল ইসলাম মিরাজ/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।