বঙ্গোপসাগরে ট্রলার ডুবে ১৭ জেলে নিখোঁজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ১২:১৪ পিএম, ২১ জুলাই ২০১৮
ফাইল ছবি

ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরে একটি মাছ ধরার ট্রলার ডুবে ১৭ জেলে নিখোঁজ হয়েছেন। শনিবার সকাল ৯টার দিকে সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরের নারিকেলবাড়িয়া এলাকায় এ ট্রলার ডুবির ঘটনা ঘটে।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি মো. গোলাম চৌধূরী বলেন, সুন্দরবন সংলগ্ন বঙ্গাপসাগরের নারকেলবাড়িয়া এলাকায় মাছ ধরার সময় ঝড়ের কবলে পড়ে এফবি তরিকুল-১ নামের মাছ ধরার ট্রলারটি ডুবে যায়। এতে ট্রলারে থাকা ১৭ জেলে এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে।

ডুবে যাওয়া ট্রলারটি বরগুনার পাথরঘাটার চরদুয়ানী ইউনিয়নের মাছের খাল এলাকার মো. ছগিরের জানিয়ে গোলাম মোস্তফা চৌধূরী আরো বলেন, নিখোঁজ জেলেদের সন্ধানে ইতোমধ্যেই ঘটনাস্থলে আরো একাধিক ট্রলার পাঠানো হয়েছে।

সাইফুল ইসলাম মিরাজ/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।