বঙ্গোপসাগরে নিখোঁজ ১৯ জেলে উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ১২:৩৪ পিএম, ২২ জুলাই ২০১৮
ফাইল ছবি

বঙ্গোপসাগরের চালনা এলাকায় ঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়া ট্রলারের নিখোঁজ ১৯ জেলেকে উদ্ধার করা হয়েছে। শনিবার গভীর রাতে সাগরে ভাসতে দেখে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধার জেলেদের মধ্যে দুলাল মাঝি (৫৫), মিন্টু (৩৫), আইউব আলী (৪০), ছিদ্দিক (৩০), নাসির (৩২), রুবেল (২৫), সোলায়মান (৪০), রাহাত (২০), মনির (২৫), সফিক (৩০), হাকিম (৩২), কাশেম (৩৮) ও মোতালেবের (৪০) নাম জানা গেছে। তাদের সবার বাড়ি বরগুনা সদর উপজেলার বালিয়াতলী ইউনিয়নের বিভিন্ন গ্রামে।

এর আগে শনিবার সকালে ঝড়ের কবলে পড়ে ডুবে যায় এফবি অর্ক নামের মাছ ধরার ট্রলারটি।

বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি মো. গোলাম মোস্তফা চৌধুরী জানান, শনিবার গভীর রাতে নিখোঁজ জেলেদের মুমূর্ষু অবস্থায় সাগরে ভাসতে দেখে উদ্ধার করে চট্টগ্রামের বাঁশখালী এলাকার মো. জাকির হোসেন মাঝির একটি ট্রলার। পরে তাদের মংলা নিয়ে যায়। উদ্ধার ১৯ জেলেকে মংলা থেকে বরগুনার পাথরঘাটা আনা হচ্ছে বলেও জানান তিনি।

অন্যদিকে শনিবার সকালে সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরের নারকেলবাড়িয়া এলাকায় ১৭ জেলেসহ ডুবে যাওয়া অপর আরেকটি ট্রলারের ১৬ জেলেকে উদ্ধার করা হলেও ওই ট্রলারের বাবুর্চি আমিরুল এখনও নিখোঁজ রয়েছেন।

সাইফুল ইসলাম মিরাজ/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।