আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৪:৫৭ পিএম, ২৯ জুলাই ২০১৮

ফরিদপুর সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’গ্রুপের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। এছাড়া ১০টি ঘরবাড়ি ভাঙচুর ও মূল্যবান জিনিসপত্র লুটপাট করা হয়।

রোববার সকালে উপজেলার কানাইপুর ইউনিয়নের কাশিমাবাদ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

faridpur-Collision

পুলিশ জানায়, শনিবার রাতে কাশিমাবাদ ডাঙ্গীপাড়া রাজনের দোকানের মোড়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি সদস্য আব্দুল মালেতের সঙ্গে আওয়ামী লীগ সমর্থক সিদ্দিকুর রহমান ও জাহাঙ্গীর হোসেনের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে সিদ্দিক ও জাহাঙ্গীরের লোকজন মালেক মেম্বারের ভাই নাসিরের হাত ভেঙে দেয়। রোববার সকালে এ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ জড়িয়ে পড়ে। এতে মালেক মেম্বারের সমর্থিতদের ১০টি বাড়ি ভাঙচুর ও ব্যাপক লুটপাট চালায় সিদ্দিক ও জাহাঙ্গীরের লোকজন। সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জন আহত হন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফরিদপুর কোতয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম জানান, সংঘর্ষের সংবাদ পেয়ে শহর থেকে অতিরিক্তি পুলিশ ও কানাইপুর ফাঁড়ি থেকে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যেকোনো পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

আরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।