পাবনায় স্বাধীনতা চত্বর উদ্বোধন

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪:০৩ পিএম, ৩১ জুলাই ২০১৮

বৃহত্তর পাবনা জেলার মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুলের স্মরণে পাবনার ঐতিহাসিক টাউন হলের পৌরমুক্ত মঞ্চের নামকরণ করা হয়েছে স্বাধীনতা চত্বর। সোমবার সকালে ফলক উন্মোচন এবং এ চত্বরের নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মহান মুক্তিযুদ্ধ চলাকালীন মুজিব বাহিনীর পাবনা অঞ্চলের অন্যতম সদস্য ও স্কয়ার গ্রুপের অন্যতম পরিচালক মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু।

এসময় উপস্থিত ছিলেন পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল, পাবনা পৌর মেয়র কামরুল হাসান মিন্টু, লতিফ রিয়েল এস্টেটের চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস, ইউনিভার্সাল ফুড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সোহানী হোসেন, পাবনা জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হাবিবুর রহমান হাবিব ও পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি আলী মর্তুজা বিশ্বাস সনি, সদর উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এ চত্বরের উদ্যোক্তারা জানান, মুক্তিযুদ্ধের সূচনা লগ্নেই সারা দেশের মধ্যে পাবনা প্রথম হানাদার মুক্ত হয়। এখানেই এ জেলার প্রথম স্বাধীনতার পতাকা উত্তোলন করা হয়। মহান মুক্তিযুদ্ধের এ চেতনা লালন করেই এ চত্বরে নির্মাণ করা হবে একটি অত্যাধুনিক বিশাল মঞ্চ। স্থানীয় স্বাধীনতার পক্ষের মানুষের অর্থায়নে নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায দেড় কোটি টাকা।

এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।